পাক দখলে থাকা কাশ্মীরকেও মুক্ত করা হবে: জম্মুতে সুর চড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

0
6

কাশ্মীরী পণ্ডিতদের মর্মান্তিক ইতিহাস নিয়ে গঠিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে সদ্য। আর এই সিনেমাকে কেন্দ্র করে রীতিমত সরগরম দেশের রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার কাশ্মীর(Kashmir) ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং(Jitendra Singh)। তিনি দাবি করলেন, ৩৭০ ধারা বিলোপের মতো এবার অধিকৃত কাশ্মীরকে(POK) স্বাধীন করবে বিজেপি সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন দাবিতে স্বাভাবিকভাবেই সরগরম জাতীয় রাজনীতি।

জম্মুর কাঠুয়া জেলার মহারাজা গুলাব সিংয়ের মূর্তি উন্মোচন উপলক্ষ্যে রবিবার জম্মু সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সেই অনুষ্ঠানেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “১৯৯৪ সালের সংসদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছিল। বলা হয়েছিল, অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীরের অংশ থেকে সরে যেতে হবে পাকিস্তানকে। পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” পাশাপাশি তিনি আরও যোগ করেন, “আমরা যখন ৩৭০ ধারা অবলুপ্তির কথা বলতাম, সেটা সকলের ভাবনার বাইরে ছিল। কিন্তু বিজেপি নিজেদের প্রতিশ্রুতি অনুযায়ী ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়েছে। শুধু তাই নয়, ১৯৮০ সালে যখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বিজেপির বিপুল জয়ের কথা বলেছিলেন। তখন সেটাও কেউ বিশ্বাস করতে পারত না। কিন্তু সেটাই বাস্তবে ঘটেছে।” এই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে স্বাধীন করার প্রতিশ্রুতিও পালন করবে এই সরকার।