Rafael Nadal: ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হার নাদালের

0
2

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে (Indian Wells 2022) হারলেন রাফায়েল নাদাল(Rafael Nadal)। এদিন আমেরিকার টেনিস খেলোয়াড় টেলর ফ্রিতজের কাছে হেরে যান তিনি। ম‍্যাচের ফলাফল ৩-৬, ৬-৭। টানা ২০ ম্যাচ জেতার পরে হারলেন রাফা।

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে হারলেন রাফায়েল নাদাল। বুকে ব‍্যথার কারণে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেননি বলেন জানান নাদাল। ম‍্যাচ শেষে নাদাল বলেন,”, বুকে ব্যথার কারণে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারিনি। সেমিফাইনাল থেকেই বুকে ব্যথা হচ্ছিল। শ্বাস নেওয়া, হাঁটার সময় মনে হচ্ছে কেউ যেন বুকে ছুঁচ ফুটিয়ে দিচ্ছে। ব্যথার জন্য মাঝে মাঝে শরীর অবসন্ন হয়ে যাচ্ছিল। ব্যথার কারণে অনেক বাধ্যবাধকতা দেখা যাচ্ছে। অনেক শট খেলতে পারছি না। তাই খেলায় হারার দুঃখের চেয়ে ব্যথা নিয়ে বেশি চিন্তিত।” যদিও কেন এই সমস্যা হচ্ছে নাদালের, সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি।

আরও পড়ুন:লক্ষ‍্যের দুরন্ত পারফরম্যান্সের জন‍্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকর