Karnataka:রুশ হামলায় নিহত ভারতীয় পড়ুয়ার দেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হবে

0
2

ইউক্রেনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে গিয়েছিলেন। কিন্তু ইউক্রেনে রুশ হামলায় সে পড়া আর সম্পূর্ণ হয়নি। খাবার কিনতে গিয়ে রুশ সেনার গোলায় প্রাণ হারান খারকিভ ইউনিভার্সিটির চতুর্থবর্ষের মেডিক্যাল ছাত্র নবীন শেখরাপ্পা। তাঁর দেহ সোমবার কর্ণাটকে ফিরতে চলেছে তাঁর পরিবারের কাছে।তবে নবীনের দেহ শেষকৃত্য করা হবে না।বরং তা চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থে দান করা হবে। এমনটাই জানিয়েছেন নবীনের বাবা।

আরও পড়ুন: Cyclone: ধেয়ে আসছে অশনি! উপকূলে আছড়ে পড়ার আগেই শুরু বৃষ্টি

নবীনের বাবা শেখরাপ্পা গৌদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার ছেলে চিকিৎসা জগতে অবদান রাখতে চেয়েছিল। তাই আমরা এখন একটাই কাজ করতে পারি, ওঁর দেহ চিকিৎসাবিজ্ঞানের জন্য উৎসর্গ করতে পারি। যাতে অন্য পড়ুয়াদের সাহায্য হয়।”তিনি জানান, ‘আমরা তাঁর দেহ দেবানগরীর এসএস ইনস্টিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে দান করব।’


প্রসঙ্গত, গত ১ মার্চ খারকিভে বাঙ্কার থেকে বেরিয়ে খাবার কিনতে গিয়ে দোকানের সামনে রুশ মিসাইল আছড়ে পড়ায় মৃত্যু হয় তাঁর।শনিবার নবীনের দেহ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে এয়ারলিফট করে দুবাইয়ে আনা হয়। সোমবার দুবাই থেকে বেঙ্গালুরুতে নবীনের মরদেহ পৌঁছনোর কথা রয়েছে।