গত দু বছর করোনা (Corona) সংক্রমণের জেরে রঙের উৎসবে ভাটা পড়ে। এবার উসুল করেছেন বাংলার মানুষ। রঙ খেলার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে সুরাপান। অন্তত বিক্রির খতিয়ান তাই বলছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আবগারি দফতরের তথ্য অনুযায়ী, রেকর্ড মদ (Liquor) বিক্রি হয়েছে।

শুক্রবার দোল এবং শনিবার ছিল হোলি (Holi)। শুক্রবার, বন্ধ ছিল মদের দোকান। সেই কারণে বৃহস্পতিবার থেকেই মদ কিনে রেখেছিলেন অনেকে। এর জেরেই চারদিনে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। একদিনে মদ বিক্রি হয়েছে ৭০ কোটি টাকার। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এই বছর মদ বিক্রির হার অনেকটাই বেশি।
আরও পড়ুন:২৭ মার্চ ৫ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি
এর আগে গত বছর দুর্গাপুজো এবং এবছর বর্ষবরণে রেকর্ড মদ বিক্রি হয়েছিল রাজ্যে। তবে, এই চারদিনে আবগারি দফতরের ব্যবসা সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। দোল উপলক্ষ্যে এই পরিমাণ ব্যবসা হবে সেকথা ভাবতেও পারেনি আবগারি দফতর।
পূর্ব ঘোষণা অনুযায়ী, গত নভেম্বর থেকেই রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমেছে মদের দাম। এবার দোলের সময় বিপুল পরিমাণ মদ বিক্রিতে লাভবান হয়েছে সরকার।












































































































































