ভালো কাজের স্বীকৃতি: যক্ষ্মা নিবারণে সোনা-ব্রোঞ্জ জয় বাংলার ২ জেলার

0
3

ফের বাংলার মুকুটে পুরস্কারের পালক। যক্ষ্মা নিবারণ কর্মসূচিতে কেন্দ্রের স্বীকৃতি পেল বাংলার দুই জেলা। দেশের ২০১টি জেলা যক্ষ্মা (Tuberculosis) নিবারণ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। সেখানেই স্বর্ণ পদক পেয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapur), ব্রোঞ্জ পদক পেয়েছে নদিয়া (Nadia)। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে পৌঁছেছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠি।

৩৩টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চল এই প্রতিযোগিতায় অংশ নেয়। যক্ষ্মা নিবারণে ভাল কাজের জন্য পূর্ব মেদিনীপুর-সহ দেশের আরও ৮টি জেলা স্বর্ণ পদক পেয়েছে। স্বর্ণ পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা পাবে পূর্ব মেদিনীপুর।

যক্ষ্মা রোগীদের সঠিক তথ্য জানতে রোগীদের তথ্য দিলে ওষুধ বিক্রেতা ও ল্যাব কর্তৃপক্ষ ৫০০ টাকা করে ইনসেনটিভ পাবে বলে ঘোষণা করে স্বাস্থ্য দফতর। কারণ, কারও যক্ষ্মা হলে তা সরকারকে জানাতেই হবে।

কিন্তু বেসরকারি হাসপাতালে বা চিকিৎসকের কাছে চিকিৎসা করালে বেশিরভাগ ক্ষেত্রেই তথ্য সরকারের কাছে পৌঁছয় না। সেই কারণেই এই পদক্ষেপ করে সরকার। তথ্য সংগ্রহের জন্য জয়েন্ট এফোর্ট এলিমিনেশন টিবি নামে বেসরকারি একটি সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়। তথ্য পাওয়ার পরে রোগ নিবারণে আরও বেশি ভাবে উদ্যোগ নেয় রাজ্য তথা জেলা প্রশাসন। তারই স্বীকৃতি মিলল এবার।

আরও পড়ুন- TMC: বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচনে মমতা-অভিষেকসহ তারকা প্রচারকদের তালিকা কমিশনে পাঠাল তৃণমূল