Flight: দোহাগামী বিমানের অবতরণ করাচিতে! কেন ?

0
2

দিল্লি থেকে যাত্রী নিয়ে দোহার অভিমুখে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু আচমকাই জরুরি অবতরণ করাচিতে। কাতার এয়ারওয়েজের একটি বিমানের এমন ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিমান সংস্থার দাবি, প্রযুক্তিগত ত্রুটির জেরেই এই জরুরি অবতরণ।


আরও পড়ুন:Corona Update:অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি:হু


জানা গিয়েছে, কিউআর ফাইভ সেভেন নাইন বিমানটি দিল্লি থেকে যাত্রা শুরু করে। বিমানটিতে শতাধিক যাত্রী ছিল। কিন্তু রাস্তা বদলে কেন করাচির পথে গেল সেই বিমান? তা নিয়ে এখনও কিছু জানায়নি বিমান সংস্থাটি। তবে তাঁদের তরফে জানানো হয়েছে, যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।