প্রত্যেক ভারতীয়র (The Kashmir Files) ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি দেখা উচিত। বক্তা বলিউড অভিনেতা আমির খান (Amir khan) । আর এভাবেই দ্য কাশ্মীর ফাইলস ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করে আমির খান বললেন তিনি তো ছবিটি দেখবেনই, প্রত্যেক ভারতবাসীর ছবিটি দেখা উচিত।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইতিমধ্যেই সকলেরই প্রশংসা কুড়িয়েছে। বলা যায় বলিউডে রীতিমত সাড়া ফেলে দিয়েছে এই ছবিটি।একটি অনুষ্ঠানে এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, “কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল তা সত্যিই খুব দুঃখজনক।” ছবিটির বিষয়বস্তু এবং ভাবনা বৈচিত্র্যেরও ভূয়সী প্রশংসা করেন আমির।

এই ছবিতে অভিনয় করেছেন পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমারের মত প্রথিতযশা তারকারা । ন্যূনতম বাজেটের মধ্যে তৈরি,এই ছবিটি মাত্র ৭ দিনে ১০০ কোটি অতিক্রম করে বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে । শুধু দেশেই নয় নয়, বিদেশের মাটিতেও সাফল্য এবং জনপ্রিয়তা পেয়ে চলেছে। আশা করা যায় দ্বিতীয় সপ্তাহের মধ্যে ১৫০ কোটি টাকার ব্যবসা করবে।











































































































































