সমস্ত সরকারি স্কুলের ইউনিফর্ম এবার নেভি ব্লু-সাদা, জামায় বিশ্ব বাংলা লোগো বাধ্যতামূলক

0
1

এবার রাজ্যের সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলির ইউনিফর্মে বিশেষত্ব আনতে চলেছে শিক্ষা দফতর। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে জানান হয়েছে, প্রতিটি স্কুলের ইউনিফর্মের রঙ হবে নেভি ব্লু ও সাদা। এবং জামার পকেটের উপর ‘বিশ্ব বাংলা’ লোগো থাকা বাধ্যতামূলক।

ছাত্রদের জন্য প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ইউনিফর্ম হবে সাদা শার্ট এবং নেভি ব্লু প্যান্ট। ছাত্রীদের জন্য সাদা শার্ট ও নেভি ব্লু টিউনিক ফ্রক। এছাড়া সাদা বা নেভি ব্লু কামিজ। আর সালোয়ার হলে সেটাও নেভি ব্লু বা সাদা রঙের হতে হবে।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে ‘পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন’-এর আওতায় শিক্ষা দফতরের তরফে প্রতিটি সরকারি এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের ইউনিফর্ম, ব্যাগ, জুতো দেওয়া হয়। সেই ইউনিফর্মে এবার বিশেষত্ব আনতে চলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- মেদিনীপুরে রেল প্রকল্পের উদ্বোধনে একমঞ্চে দিলীপ-জুন