Royal Bengal Tiger : দোলের দিন রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন পর্যটকদের

0
1

দোল পূর্ণিমার সন্ধ্যায় তিনি জঙ্গলের বাইরে বেরিয়েছিলেন (Royal Bengal Tiger)। জল খেয়ে এদিক- ওদিক ঘুরে বেশ কিছুটা সময় কাটিয়ে তিনি ফের সুন্দরবনের জঙ্গলে চলে গেলেন। তিনি রয়্যাল বেঙ্গল টাইগার । কিন্তু তিনি জানতেও পারলেন না যে ততক্ষণে অসংখ্য স্মার্টফোনের ভিডিও মোডে তাঁর চলাফেরা রেকর্ড হয়ে গিয়েছে। তাঁর দিকে তাক করে রয়েছে অসংখ্য ক্যামেরার লেন্স। শুক্রবার দোলের দিন সন্ধ্যায় সুন্দরবনের ঝিলা রেঞ্জের চিনমারি জঙ্গলের কাছে এই নৈসর্গিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন পর্যটকরা ।

 

দোল পূর্ণিমার সন্ধ্যায় যারা সুন্দরবনে বেড়াতে গিয়েছিলেন তাঁরা প্রাণভরে দক্ষিণরায়কে দর্শন করেছেন । সব থেকে মজার ব্যাপার হল বেশ অনেকটা সময় ধরে বাঘটি নদীর চরে ঘোরাফেরা করেছে । ফলে দর্শন পিপাসুরা তো বটেই যারা ছবি তুলতে ভালোবাসেন তাঁরাও মনের আশ মিটিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলেছেন।