বাজি ফাটানোর প্রতিবাদ করায় আক্রান্ত হলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড দিয়ে হামলা চালায় একদল যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর চিকিৎসা করা হয়। জানা গেছে ৩২টি সেলাই পড়েছে জখম পরীক্ষার্থীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast: বাড়ছে তাপমাত্রা, ‘অশনি’র জেরে কী স্বস্তির বৃষ্টি রাজ্যে?

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা মহম্মদ ফায়েজ আফজল আলি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সামনেই পরীক্ষা তাই বাড়ির সামনে বাজি ফাটানোর জেরে পড়াশুনার অসুবিধা হচ্ছিল তাঁর। প্রতিবাদে করাতেই বিপত্তি। এমনকি পরীক্ষার্থীর মা যুবকদের কাছে বাজি না ফাটানোর অনুরোধ জানানো হয়। রেগে গিয়ে ছাত্রের মায়ের সামনেই বাড়ির জানলার কাছে চকলেট বোমা ফাটায় যুবকরা। তখনই পরীক্ষার্থীর সঙ্গে স্থানীয় যুবকদের ধাক্কাধাক্কি শুরু হয়।এরপর আচমকাই তাঁর বাড়িতে উপস্থিত হন বেশ কয়েকজন যুবক। তার উপর ব্লেডের হামলা চালায় সেই দল। তাঁর ঘাড়, মাথা ও পিঠের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে রাস্তায় লুটিয়ে পড়ে ছাত্রটি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। এরপর রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, পরীক্ষার্থীর ক্ষতস্থানে মোট ৩২টি সেলাই পড়েছে।


শনিবার রাতেই এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পরীক্ষার্থীর পরিবার। বাড়ির সামনেই এই হামলার শিকার হওয়ার ঘটনায় হতবাক প্রায় সকলেই। পরীক্ষার্থীর পরিবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।


Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































