ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পরপর ২৪টি দোকান। বাজারের পাঁচিলের পিছনেই একটি স্কুল বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে। কাকভোরে ঘটনাটি ঘটেছে বেহালার বীরেন রায় পূর্বে পূর্ব রোডে। কী থেকে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়।

আরও পড়ুন:পানিহাটি: খুনের ২ ঘণ্টার মধ্যে দু’জনকে গ্রেফতার করল পুলিশ

রবিবার ভোর ৪টের সময় এই আগুন লাগার ঘটনাটি ঘটে। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এই আগুন। ভস্মীভূত হয়ে যায় ২৪টি দোকান। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪-৫টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন দেখে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে লাগল এই আগুন তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

































































































































