কয়লা ও গরুপাচার-কাণ্ডে এবার দিল্লির ৩ ইডি অফিসারকে তলব কালীঘাট থানায়

0
1

এবার দিল্লিতে কর্মরত ইডি’র তিন আধিকারিককে ডেকে পাঠাল কলকাতার কালীঘাট থানার পুলিশ। সূত্রের খবর, কয়লা ও গরুপাচার-কাণ্ডের একটি পুরোনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সোমবার তলব করা হয়েছে। সোমবার দুপুর ১২টা নাগাদ ওই তিন আধিকারিককে হাজিরা দিতে হবে কালীঘাট থানায়, সেই মর্মেই নোটিশ পাঠানো হয়েছে ইডির ওই তিন আধিকারিককে।

সূত্রের খবর, আগে গরু ও কয়লা পাচার কাণ্ডের মামলায় দিল্লির দুই ইডি অধিকারিককে কালীঘাট থানায় তলব করা হয়েছিল। সেই তলবের ওপর দিল্লি হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ায় সে যাত্রায় হাজিরা দিতে হয়নি তাঁদের। সাময়িক স্বস্তির পর ফের কালীঘাট থানার তরফে নোটিশ গিয়েছে তাঁদের কাছে।

জানা গিয়েছে, এবার এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের গোয়েন্দা দফতরের হাতে। নতুন করে তদন্ত শুরু হতে চলেছে। তাই আগের দুই ইডি আধিকারিকের সঙ্গে আরও একজন অফিসারকে তলব করল কালীঘাট থানা।  তবে তাঁরা আদৌ হাজিরা দেবেন, নাকি এড়িয়ে যাবেন? সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন- অন্ডাল বিমানবন্দরে তুমুল উন্মাদনায় উষ্ণ অভ্যর্থনা: শত্রুঘ্ন বোঝালেন ঘুরতে নয়, জিততে এসেছেন