পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট। রবিবার সকালে পাঞ্জাব প্রদেশের সেনাঘাঁটিতে আচমকা জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট হয়নি।তবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে।
আরও পড়ুন:Russia Ukraine War: আরও বিধ্বংসী হামলা, রুশ সেনার আগ্রাসন রুখতে রেললাইন উড়িয়ে দিল ইউক্রেন

স্থানীয় সূত্রে দাবি, শিয়ালকোটে সেনাঘাঁটিতে এই বিস্ফোরণ হয়েছে। প্রচণ্ড আওয়াজ এবং তার সঙ্গে আগুনের হলকা বেরিয়ে আসতে দেখেন তারা।প্রাথমিক ভাবে অনুমান করা হয়, বিস্ফোরণের ফলে সেনাঘাঁটির অস্ত্রাগারে আগুন ধরে গিয়েছে।যদিও পাক সেনার মিডিয়া ইউং দ্য ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগে যায়। তবে সেনারা সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনায় এই ঘটনায় কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।
https://twitter.com/hitfitahlawat/status/1505422984512638982?s=24

অন্যদিকে, স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, পাক সেনা সূত্রে জানানো হয়েছে, পিএল ১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছিল। জে১০-সি যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ালকোটে গিয়ে পড়ে। ফলে কী কারণে বিস্ফোরণ তা এখনও ধোঁয়াশায়।
 
 
 
 
 
 
 
 
 
 































































































































