রেলের নজরদারির অভাবে ধুঁকছে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন সাবওয়ে

0
1

নেই রেলের তরফে কোনও নজরদারি। রক্ষনাবেক্ষণও ঠিকঠাক নেই। যার ফলে ধুঁকছে শেওড়াফুলি স্টেশন সংলগ্ন সাবওয়ে। পরিস্থিতি এতটাই খারাপ যে কোনও সময়ে ঘটে যেতে পারে ছোটো-বড়ো দুর্ঘটনা।

হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখার শেওড়াফুলি জংশন স্টেশন। জিটিরোড থেকে গঙ্গার দিকে আসার এই সাবওয়ে দীর্ঘদিনের। রক্ষনাবেক্ষনের অভাবে এই সাবওয়ের রেল লাইনের নীচে টিনের সেড ভেঙে ঝুলছে। বাঁশ ও দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই সাবওয়ে দিয়ে প্রতিদিন কয়েক হাজার পথচারী শেওড়াফুলি বাজারে যাতায়াত করে। এছাড়াও শেওড়াফুলি গঙ্গার ফেরিঘাট দিয়ে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাতায়াত করে বহু মানুষজন। এছাড়াও নিত্যযাত্রীরা এই সাবওয়ে দিয়ে ট্রেন ধরেন। সারাদিন ট্রেন যাতায়াতের জন্য প্রচুর কম্পনের কারনে ভেঙে পড়তে পারে টিনের শেড। অবিলম্বে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে পথচারীরা।

আরও পড়ুন- BJP: বিজেপি সাংসদের নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য, ধন্যবাদ জ্ঞাপন জগন্নাথের