সম্পর্ক চাওয়ায় বধূর গায়ে অ্যাসিড ছুড়লেন প্রেমিক!

0
1

পরকীয়ায় আপত্তি করায় বধূর উপর অ্যাসিড হামলা। আটক অভিযুক্ত প্রেমিক।

 

বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন স্বামী। সেই কারণে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন বধূ। আর তাতেই চটে লাল প্রেমিক। বধূর উপর অ্যাসিড হামলা করেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) মল্লিকপুর এলাকার ঘটনা।

অভিযোগ এলাকার এক বধূর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয় জয়নগরের শাহজাহান মণ্ডলের (Shahjahan Mandol)। শাহাজাহান নিজেও বিবাহিত। তাঁদের এই সম্পর্ক চার মাস কাটতে না কাটতেই তা জানতে পেরে যান মহিলার স্বামী। এরপর স্বামী এবং সন্তানদের কথা ভেবে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান ওই বধূ। বুঝিয়ে বলেন প্রেমিককেও। কিন্তু তাতেই বাধে বিপত্তি। মহিলার সেই বক্তব্য মেনে নিতে রাজি হননি প্রেমিক। সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা বলাতেই প্রেমিকার গায়ে অ্যাসিড ছোড়েন শাহজাহান।

অ্যাসিড (Acid) হামলায় মহিলার কপাল, কান ও গলার কাছে বেশ কিছুটা অংশ ঝলসে গিয়েছে। পরনের কাপড়ও বেশ কিছুটা পুড়ে গিয়েছে। প্রেমিক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওই বধূর।

অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে শনিবার বিকেলে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। রবিবার সকালে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত।