শনিবার হোলির দিন সকালেই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তিলজালা এলাকা। প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় । পরে তা মারামারি-হাতাহাতিতে পৌঁছায়। আর সবশেষে চলল গুলি। আর এই শ্যুটআউটে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে খবর।
পুলিশ জানিয়েছে , শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ তিলজলার তাড়িখানা এলাকায় এই ঘটনা ঘটেছে । বচসার জেরে প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী। বোমাও ছোড়া হয়। গুলিবিদ্ধ ব্যক্তি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে । এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।












































































































































