Sex Racket-Goa : গোয়া পুলিশের তৎপরতায় মধুচক্রের পর্দা ফাঁস, ধৃত বলিউড অভিনেত্রী

0
3

একটি বড়োসড়ো মধুচক্রের পর্দা ফাঁস হল । সৌজন্যে গোয়া পুলিশ। মধুচক্র থেকে ৩ মহিলাসহ এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মহিলাদের মধ্যে একজন আবার মুম্বইয়ের টেলিভিশন অভিনেত্রী।

গোয়া পুলিশের কাছে কিছুদিন ধরেই এই চক্রটির খবর আসে। গোয়ার অভিজাত হোটেলগুলোতে সক্রিয় ছিল চক্রটি। পুলিশের এক গোপন সূত্র মারফত খবর আসে হাফিজ সইদ বিলাল নামে ২৬ বছরের এক যুবক ওই মধুচক্রটির সঙ্গে জড়িত। এর পরেই পুলিশের পরিচয় গোপন রেখে একজন অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। সেই অভিযুক্ত জানান সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিন জন মহিলাকে পাঠিয়ে দেওয়া হবে। পরিবর্তে ৫০ হাজার টাকা দিতে হবে । এর পর পুলিশ গিয়ে সেই হোটেল থেকে মধুচক্রের কারবারিদের গ্রেফতার করে । তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন আবার মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী সেইসঙ্গে রিয়েলিটি শোয়ের সঞ্চালিকাও বটে।

 

এই চক্রের পেছনে আরও কে কে জড়িত তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। ধৃতদের জেরায় অনেক গোপন তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি গোয়া পুলিশের। অভিনয় জগতের আর কেউ এই চক্রে যুক্ত কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।