আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC World Cup) ফের হার ভারতের ( India)। শনিবার অস্ট্রেলিয়ার ( Australia) কাছে ৬ উইকেটে হারল মিতালি রাজের( Mithali Raj) দল। এই হারের ফলে পরের পর্বে যাওয়া কঠিন হয়ে গেল ভারতের। পরের পর্বে যেতে গেলে বাকি দুই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। পরের দু’টি ম্যাচে মিতালিদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং করেন অধিনায়ক মিতালি রাজ, যশ্তিকা ভাটিয়া এবং হরমনপ্রীত কৌর। ৬৮ রান করেন মিতালি রাজ। ৫৯ রান করেন যশ্তিকা। ৫৭ রান করেন হরমনপ্রীত। অজিদের হয়ে তিন উইকেট নেন ডার্সি ব্রাউন। দুটি উইকেট নেন আলানা কিং। একটি উইকেট নেন জোনাসেন।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ব্যাটিং মেগ ল্যানিংয়ের। ৯৭ রান করেন তিনি। ৭২ রান করে হেইলি। ভারতের হয়ে দুই উইকেট নেন পুজা বস্ত্রকার। একটি করে উইকেট নেন মেঘনা সিং এবং স্নেহা রানা।
আরও পড়ুন:Asia Cup: ফের ফিরছে এশিয়া কাপ, শ্রীলঙ্কায় বসবে এই প্রতিযোগিতার আসর












































































































































