Jhulan Goswami: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে ফের রেকর্ড গড়লেন ঝুলন গোস্বামী

0
2

আইসিসি মহিলা বিশ্বকাপে ( ICC World Cup) একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। আগেই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন বাংলার এই বোলার। তারপর মহিলাদের একদিনের ক্রিকেটে ছুঁয়েছেন ২৫০ উইকেট রেকর্ড। আর এবার মহিলাদের একদিনের ক্রিকেটে ২০০ ম্যাচ খেলে ফেললেন চাকদহ এক্সপ্রেস। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই এই নজির গড়লেন ঝুলন। তবে তিনিই প্রথম নয়, দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি। প্রথমে রয়েছেন তাঁরই সতীর্থ তথা ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজ।

এতদিন  সব থেকে বেশি একদিনের ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড ছিল ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডের। তিনি খেলেছিলেন ১৯১ ম‍্যাচ। সেই নজির মিতালি আগেই ভেঙেছিলেন। শার্লটকে সম্প্রতি টপকে যান ঝুলনও। এ বার দুশো ম্যাচ খেলার নজিরও হয়ে গেল তাঁর।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news