গতকাল, শুক্রবার দোলের দিন দুপুরে রিজেন্ট পার্কে (Regent Park Case) খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডাদমন শাখা এবং রিজেন্ট পার্ক থানার পুলিশের যৌথ অভিযানে ২৪ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে আটক করা হল। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার(South 24 Pargana) ফলতা থেকে গ্রেফতার করা হয় আততায়ীকে। তাকে জেরা করে পুলিশ এই ঘটনায় যুক্ত বাকিদের খোঁজ পেতে চাইছে।
প্রসঙ্গত, দোলের দিন বচসার জেরে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় এলোপাথাড়ি গুলি চলে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে রিজেন্ট পার্কের (Regent Park Case) নতুন পল্লি এলাকা। গুলিবিদ্ধ হয়ে দিলীপ সিংহ নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জানিয়ে ছিলেন, শুক্রবার সকালে যখন দোল উৎসবে সকলে মাতোয়ারা, ঠিক তখনই নতুন পল্লি এলাকায় কয়েজন বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালায়। গুলি লাগে দিলীপ সিংহয়ের। গুরুতর জখম অবস্থায় তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই মৃত্যু হয় দিলীপের।