করোনা (Corona) নিয়ে উদ্বেগ কাটছে না। বিশ্ব জুড়ে নতুন ভ্যারিয়েন্ট নিয়েও ফের জোরালো ইনিংস শুরু করেছে করোনা। চিনের(China) পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। ইউরোপের অবস্থাও বেশ কঠিন। এর মধ্যে স্বস্তি দিয়ে ভারতে (India) নিম্নমুখী করোনা গ্রাফ।
দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে, কিন্তু ইতিমধ্যেই চিন, ইউরোপের বিভিন্ন দেশের পরিস্থিতি দেখে নতুন করে রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করেছে মোদি সরকার।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫ জন। এই মুহূর্তে সারা দেশে সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ২৭ হাজার ৮০২। তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার।


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৭১ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃত্যু ৫ লক্ষ ১৬ হাজার ৩৫২। পাশাপাশি সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৬১ হাজার ৯২৬ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৩ হাজার ৩৮৩ জন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সারা দেশে এখনও পর্যন্ত প্রায় ১৮১ কোটির বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে।










































































































































