কর্নাটকে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৮জনের, আহত অন্তত ২০

0
2

ভয়াবহ বাস দুর্ঘটনায়(Bus Accedent) কর্নাটকে(Karnataka) প্রাণ গেল ৮ জনের। শনিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে টুমকুর জেলার পাভাগাদা এলাকায়। মৃতের পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রঙের উৎসবে পরদিনই ভয়াবহ এই দুর্ঘটনা ও প্রাণহানিতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমেছে।

জানা গিয়েছে, যে বাসটিতে এই দুর্ঘটনা ঘটে সেটি একটি বেসরকারি বাস। বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই পড়ুয়া। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল বাসটিতে এবং দ্রুত গতিতে চলার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ রাস্তার ধারে উল্টে যায়। ইতিমধ্যেই এই ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে দুজন ছাত্র। অন্তত কুড়ি জন জখম হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বাসের ভিতরে যারা আটকে রয়েছেন তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:Hardik Pandya: আইপিএলে নামার আগে কী বার্তা দিলেন গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া

দুর্ঘটনার জেরে মৃত্যুর খবর প্রকাশ্যে এনে শোক প্রকাশ করেছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। কি কারনে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল তার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।