এবার পথ দুর্ঘটনায় নিহত ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এক সাব ইন্সপেক্টর। নিহত পুলিশ অফিসারের নাম উজ্জ্বল। গতকাল রাত ১১টা নাগাদ ইছাপুরের বাড়িতে ফেরার পথে টিটাগড়ের কাছে বেপরোয়া লরি ওই পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে।গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। সুযোগ বুঝে দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক লরির চালক।
আরও পড়ুন:দোল উপলক্ষে মেট্রোর সময়সূচিতে বদল, বাতিল কয়েকটি লোকাল ট্রেন


জানা গেছে, কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার রাত ১১টার সময় টিটাগড়ের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন ওই পুলিশ অফিসার। তখনই একটি বেপরোয়া লরির সঙ্গে তাঁর সংঘর্ষ হয়। জখম অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। গুরুতর জখম সেই সাব ইন্সপেক্টরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

































































































































