আজ দোল। দিগন্তে আজ রঙ লেগেছে। আর তাই মেট্রোর সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর চলাচল। ইস্ট-ওয়েস্ট মেট্রোও চলবে দুপুর ৩টে থেকে।
আরও পড়ুন:Dol-Festivel: দোলে সুখী থাকতে পোশাক আর রং বাছুন নিজের রাশি অনুযায়ী

দোলের কারণে ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। রঙের উৎসব উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে হাওড়া ডিভিশনে রবিবারের সময়সূচি মেনে লোকাল ট্রেন চলবে।

বসন্তোৎসব পালিত হচ্ছে দিকে দিকে। সবার রঙে রং মেলানোর দিন। রঙের আনন্দে সামিল সকলেই।
এদিকে এরই মধ্যে শোনা যাচ্ছে পয়লা বৈশাখের আগেই চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন। চলছে চূড়ান্ত পরীক্ষা। গতকাল শিয়ালদহ স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশন। সূত্রের খবর, প্রায় সব কাজ শেষ হয়ে যাওয়ায় শিয়ালদহ স্টেশন চালু হওয়ার মুখে। সেফটি কমিশনারের সবুজ সঙ্কেত পেলেই মেট্রোর চাকা গড়াবে।

































































































































