MS Dhoni: কেন সাত নম্বর জার্সি পড়ে মাঠে নামেন ধোনি? রহস্য নিজেই ফাঁস করলেন মাহি

0
1

কেন সাত নম্বর জার্সি পড়ে মাঠে নামেন, সেই নিয়ে অবশেষে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni)। দেশের হয়ে হোক হোক বা আইপিএলে (IPL) ক‍্যাপ্টেন কুল সবসময়ই মাঠে নেমেছেন সাত নম্বর জার্সি পড়ে। কিন্তু কেন সাত নম্বর জার্সি পরেন ধোনি? সেই রহস্য নিজেই ফাঁস করলেন স্বয়ং মাহি নিজে।

এদিন চেন্নাই সুপার কিংসের (CSK) একটি অনুষ্ঠানে ধোনি বলেন, “অনেকেই আগে ভাবত যে সাত আমার পয়া সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা বেছে নিয়েছি একটা সাধারণ কারণের জন্যে। আমার জন্ম ৭ জুলাই। তাই এটি সপ্তম মাসের সপ্তম দিন। আর এটাই আসল কারণ সাত নম্বর জার্সি পড়ার।”

এরপাশাপাশি ধোনি আরও বলেন, “কোনটা ভাল সংখ্যা সেই বিষয়ে আলোচনা না করে আমি ঠিক করেছিলাম নিজের জন্মদিনকেই ব্যবহার করব। তার পর থেকে যত বারই আমাকে এ ব্যাপারে কেউ জিজ্ঞাসা করেছে, আমি কিছু না কিছু যোগ করেছি। ’৮১ সালে জন্ম আমার। ৮ থেকে ১ বাদ দিলেও সাত হচ্ছে। সেটাও বলি। অনেকেই আমাকে বলেছেন ৭ নাকি নিরপেক্ষ সংখ্যা। অর্থাৎ, এটা আমার জন্যে কাজ না করলেও কখনও বিপক্ষে যাবে না। সংখ্যা নিয়ে কোনও কুসংস্কার নেই। তবে এই সংখ্যা সবসময়ই হৃদয়ের কাছে। তাই এত বছর ধরে জার্সির পিছনে এই সংখ্যা পরে এসেছি।”

আরও পড়ুন:India Team: ইংল‍্যান্ডের বিরুদ্ধে হারের পিছনে উপরের সারির ব‍্যাটারদের কাঠগড়ায় তুললেন মিতালি, ঝুলনরা