মাঠে তিনিই রাজা। যখন দেশের হয়ে খেলেছেন তখনও ছিলেন একনম্বর, কিংবা আইপিএলে (IPL) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে যখন মাঠে নামেন তখনও তিনিই সেরা। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ক্যাপেন্ট কুল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তবে জানেন কী? মাঠে তিনি একনম্বর হলেও, বাড়িতে তিনি একনম্বর নন। শুনে অবাক হলেও, একথা স্বয়ং নিজেই বলেছেন ধোনি। এদিন চেন্নাই সুপার কিংসের তরফ থেকে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। যেখানে সিএসকে অধিনায়কের সঙ্গে কথা বলতে পারবেন ভক্তরা। সেখানেই এই কথা বলেন ধোনি।
সেই অনুষ্ঠানে এক ভক্ত ধোনিকে বলেন, “আমি কী আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি?” উত্তরে ধোনি বলেন, আপনি প্রশ্ন করতেই পারেন। তবে উত্তর দেব কি না সেটা আমার উপর নির্ভর করবে। তখন সেই ভক্ত ধোনিকে জিজ্ঞাসা করেন, সবাই জানে মাঠে আপনি একনম্বর। কিন্তু বাড়িতে কী পরিস্থিতি? সেখানে কে একনম্বর? মুচকি হেসে ধোনি বলেন, আপনি পিছন ঘুরে দেখুন এখনও অর্ধেক লোক হাসছে। সবাই জানে বাড়িতে স্ত্রীই একনম্বর।”
View this post on Instagram
আরও পড়ুন:ATK Mohunbagan: আইএসএলে দলের ফলাফলে হতাশ বাগান কোচ জুয়ান ফেরান্ডো