Weather Forecast: বঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা! বৃষ্টি কবে?জানাল আবহাওয়া দফতর

0
1

চৈত্রের শুরুতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দোলের আগেই অস্বস্তিকর গরম বঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি পূর্বাভাস নেই বৃষ্টিরও। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আগামী সোমবারই আবহাওয়া বদল হতে পারে বলে অনুমান।

আরও পড়ুন:ফের নিম্নচাপের ভ্রুকুটি! সোমবারই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়


বৃহস্পতিবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার জেরে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যেই তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি ছুঁয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস। সেইসঙ্গে বাড়ছে আর্দ্রতা। ফলে ঘেমেনেয়ে একসার তিলোত্তমাবাসী। আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিতের ১ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গেও লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে দিনের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না, যেমন আছে তেমনিই চলবে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী ২ দিন বাড়তে পারে তাপমাত্রা।দেশের বাকি অংশেও বাড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিম রাজস্থান, কঙ্কন, কেরালা সহ বেশ কিছু রাজ্যে তাপমাত্রা এখনই ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।