উত্তর প্রদেশ বিধান পরিষদ নির্বাচনে সপা প্রার্থী কাফিল খান

0
1

উত্তরপ্রদেশের(UttarPradesh) বিধান পরিষদ নির্বাচনে এবার শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কাফিল খানকে(kafil Khan) প্রার্থী করল সমাজবাদী পার্টি(SP)। বিখ্যাত চিকিৎসককে উত্তরপ্রদেশের দেওডরিয়া কুশিনগর বিধান পরিষদ আসন থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে সপা।

এ প্রসঙ্গে সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক ও মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানান, কাফিল খান বিধান পরিষদ নির্বাচনে সমাজবাদী পার্টির তরফ এ প্রার্থী হচ্ছেন। প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাত্ করেছিলেন কাফিল খান। অখিলেশের সঙ্গে ছবিও টুইটারে শেয়ার করেন তিনি। লেখেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী  অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে তাঁকে ‘দ্য গোরক্ষপুর হাসপাতাল ট্র্যাজেডি’ গ্রন্থের একটি কপি তুলে দিলাম।

আরও পড়ুন:Assembly: হুমকি বিতর্কের পর বিধানসভায় তৃণমূল বিধায়কদের আসন বদল!

উল্লেখ্য, ২০১৭ তে গোরক্ষপুর বিআরডি মেডিক্যাল কলেজে অক্সিজেনের অভাবে ৬৭ জন শিশুর মৃত্যুর ঘটনার পর সংবাদের শিরোনামে এসেছিলেন কাফিল খান। তিনি শিশু ওয়ার্ডের প্রধান ছিলেন। কাফিল খান ও বিডি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল সহ আট জনকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল। গত বছরের নভেম্বরে উত্তরপ্রদেশ সরকার কাফিল খানকে চাকরি থেকে বরখাস্ত করেছিল। এর আগে ২০১৮-র নভেম্বরে এই মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছিল এলাহাবাদ হাইকোর্ট।  এ ব্যাপারে আদালত মন্তব্য করেছিল যে, চিকিৎসক কাফিল খানের  বিরুদ্ধে চিকিৎসা সংক্রান্ত গাফিলতির কোনও প্রমাণ নেই।