Russia Ukraine War:মারিউপোলের থিয়েটার হলে রুশ হামলা, পুতিনকে যুদ্ধাপরাধী বলে কটাক্ষ বাইডেনের

0
1

যুদ্ধের ২২তম দিনে ইউক্রেনে অব্যাহত রুশ হামলা। ক্রমশই বাড়ছে রুশ সেনাদের আগ্রাসন। এদিন ইউক্রেনের উপকূলবর্তী শহর মারিউপোলের একটি থিয়েটার হলে ও সুইমিং পুলে বোমা ফেলে রাশিয়ার যুদ্ধ বিমান। আর এখানেই প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিল কয়েকশো মানুষ।

আরও পড়ুন:ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়া শেষ করার সুযোগ দিন: প্রধানমন্ত্রীকে চিঠি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

বিস্ফোরণের পর ওই বিধ্বস্ত থিয়েটারের ছবি তোলে একাধিক সংবাদসংস্থা।ইউক্রেনের তরফে জানান হয়েছে, বিস্ফোরণের জেরে থিয়েটারে ঢোকার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। তাতেও ক্রমাগত আক্রমণ চালাচ্ছে রুশ সেনারা। ফলত ভিতরে আশ্রতরা ঠিক কী অবস্থায় আছেন, তা বোঝার পথও বন্ধ। উদ্ধারকাজও করা যাচ্ছে না।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে ইজক্রেনে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় আন্তর্জাতিক আদালত। সপ্তাহ দুয়েক আগে ইউক্রেন রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানায়। ইউক্রেনের অভিযোগ, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে মস্কো।

গত ১ মার্চ থেকে মারিউপোল শহরটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারপর থেকেই ক্রমাগত বোমা বৃষ্টি চলছে উপকূল শহরটিতে। রুশ বাহিনীর হাত থেকে বাঁচাতে বহু বাসিন্দাকে শহর থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু অনেকে যেতে পারেননি।