Russia-Ukraine war : ন’জন রুশ সেনাকে মুক্তি দিল ইউক্রেন, পরিবর্তে ছাড়া পেলেন মেয়র

0
1

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২২তম দিনে বিনিময় প্রথা চালু হল দু ‘দেশের মধ্যে। ইউক্রেন সেনার হাতে ন’জন রাশিয়ান সেনা বন্দি ছিলেন। অন্যদিকে মেলিটোপোল শহরের মেয়র ইভান ফেডোরোভ বন্দি ছিলেন রুশ সেনার হাতে। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে শুক্রবার আটক ন’জন রুশ সেনাকে ফিরিয়ে দিল কিভ। পরিবর্তে ফেরত পেল মেলিটোপোল শহরের মেয়রকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির মুখপাত্র দারিয়া জারভানিয়া অবশ্য এই তথ্য প্রকাশ্যে স্বীকার করেননি। মেয়রকে ছাড়া হয়েছে সে তথ্য সরকারিভাবে মেনে নেওয়া হয়েছে। কিন্তু কীভাবে তিনি মুক্তি পেলেন তা জানানো হয়নি।

এদিকে বন্দি বিনিময় হলেও যুদ্ধ থামার এখনো কোনো লক্ষণ নেই। শুক্রবার সকালেও রাশিয়ান সেনা আক্রমণ চালিয়েছে ইউক্রনের উপরে।  জানা গিয়েছে, মারিউপোলের একটি থিয়েটার হলে এক নাগাড়ে গোলাবর্ষণ করেছে রুুশ সেনা। একটি সুইমিং পুলেও গোলাবর্ষণ হয়েছে। রুশ হামলার থেকে বাঁচতে ওই থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। তাদের মধ্যে রয়েছেন অনেক মহিলা, শিশু এবং বয়স্ক মানুষও। রুশ হামলায় বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা ।