আইএসএল ( ISL) অতীত, এখন শুধু ভাবনায় এএফসি কাপ (AFC CUP)। বুধবার রাতে আইএসএল থেকে বিদায় নিতেই, এমনটাই শোনা গেল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) কোচ জুয়ান ফেরান্ডোর ( Juan Ferrando) গলায়। বুধবারই আইএসএল থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। সেমিফাইনালের দ্বিতীয় পর্বে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েও দু’পর্ব মিলিয়ে ২-৩ গোলের ব্যবধানে হেরে ছিটকে যায় প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা। দল হারলেও দলের খেলায় খুশি বাগান কোচ। বললেন, দলের জন্য আমি খুবই খুশি। খুব কঠিন সময়ে আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে।
সাংবাদিক সম্মেলনে ফেরান্ডো বলেন,” দলের জন্য আমি খুবই খুশি। খুব কঠিন সময়ে আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। কোয়ারেন্টাইন, কোচ ও খেলার ধরন বদল, সব কিছুর সঙ্গে ওরা মানিয়ে নিয়ে সেরাটা দিয়েছে।”
দলের খেলায় বাগান কোচ খুশি হলেও, ফলাফল যে খুব একটা সন্তুষ্ট নন জুয়ান, সেকথা শোনা গেল তাঁর কথায়। এই নিয়ে বাগান কোচ বলেন,” আমি খুবই হতাশ ও বিধ্বস্ত। আগে আমরা লিগের শীর্ষ স্থানটা হারিয়েছি, এবার সেমিফাইনালেও হারলাম। ফল নিয়ে একে বারেই খুশি নই। ব্যক্তিগত ভাবে আমি খুবই হতাশ। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারলাম না। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আশা করেছিলাম।”
হাতে আর বেশি সময় নেই এএফসি কাপ শুরু হতে। এক মাসও দেরি নেই। তাই এখন দিয়েই এএফসির ভাবনা শুরু করে দিয়েছেন বাগান কোচ। এএফসি নিয়ে ফেরান্দো বলেন, “প্রতিযোগিতা শুরুর আগে ভাল প্রস্তুতি প্রয়োজন। এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তার আগে অবশ্যই ফুটবলারদের যথেষ্ট বিশ্রাম দিতে হবে। অনেক দিন পরিবারের থেকে দূরে রয়েছে তারা। ঘরে ফিরুক সবাই। ৫-৬ দিন পর থেকে ফের দলের সঙ্গে কাজ শুরু করব। সামনে আরও কঠিন পরীক্ষা। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নামতে হবে। ওই উচ্চতায় গিয়ে নিজেদের প্রমাণ করতে হবে।”
আরও পড়ুন:Hardik Pandya: ফিটনেস পরীক্ষায় পাস করলেন হার্দিক, ব্যর্থ পৃথ্বী