অল ইংল্যান্ড ওপেনে জয় দিয়ে শুরু করল গোপীচাঁদের মেয়ে গায়েত্রী

0
1

অল ইংল্যান্ড ওপেনে জয় দিয়ে শুরু করল পুল্লেলা গোপীচাঁদের (Pullela Gopichand) মেয়ে গায়েত্রী (Gayatri)। এই প্রতিযোগিতায় সিঙ্গলসে নয়, ডাবলস এবং মিক্সড ডাবলসে অংশ নিয়েছিলেন তিনি।

অল ইংল‍্যান্ড ওপেনে গায়েত্রী ত্রিসা জলির সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডে হারিয়েছেন থাইল্যান্ডের জুটি বেনিয়াপা এবং নুনতাকার্ন আইমসার্ডকে।  তবে শুরুতে ম‍্যাচে দাপট দেখায় থাইল‍্যান্ডের জুটি। প্রথম গেমে ১৭-২১ পয়েন্টে হেরে যায় গায়েত্রী এবং ত্রিসা জলি জুটি। তবে দ্বিতীয় গেমে ক‍ামব‍্যাক করেন তারা। ম‍্যাচের ফলাফল হয় ১২-১৮ । তৃতীয় গেমেও জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে যান এই জুটি।

আরও পড়ুন:MS Dhoni: কেন সাত নম্বর জার্সি পড়ে মাঠে নামেন ধোনি? রহস্য নিজেই ফাঁস করলেন মাহি