Cpm : রাজ্য কমিটিতে বিমান-সূর্যদের বিদায়, সুশান্ত-শতরূপদের নেতা সম্ভবত শ্রীদীপই

0
1

বৃদ্ধরা বাতিল হয়েছেন। পার্টি শূন্যতে এসে ঠেকেছে। এই অবস্থায় নতুন প্রজন্মের উপর আস্থা রাখা ছাড়া উপায় কী? অগত্যা তাই বঙ্গ সিপিএমে বৃদ্ধবিদায় পর্ব শুরু হল। সামনে রাখা হল নতুনদের। নতুন রাজ্য কমিটিতে অনেক নতুন মুখ, বিতর্কিত মুখ।

সিপিএমের রাজ্য সম্মেলন চলছে প্রমোদ দাশগুপ্ত ভবনে। আজ সম্মেলনের শেষ দিন। ইতিমধ্যে যা পরিস্থিতি, তাতে জানা গিয়েছে, নতুন রাজ্য কমিটি থেকে বাদ যাচ্ছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবিন দেব, নেপালদেব ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, মৃদুল দে, অশোক ভট্টাচার্যরা।।

অন্যদিকে রাজ্য কমিটিতে আসছেন কঙ্কাল মামলায় কলঙ্কিত সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ, পার্থ মুখোপাধ্যায়, সুদীপ সেনগুপ্ত, তরুণ মুখোপাধ্যায়, আত্রেয়ী গুহ সহ তরুণ প্রজন্ম।

ফলে গুণগত একটি পরিবর্তন অবশ্যই ঘটতে চলেছে। দেখার বিষয়, এই তরুণ টিম রাজ্যে বামেদের হারানো জনসমর্থন কতখানি উদ্ধার করতে পারে। রাজ্য সম্পাদকের দায়িত্ব শ্রীদীপ ভাট্টাচার্যর হাতে যাচ্ছে বলেই খবর। তাত্ত্বিক নেতা শ্রীদীপই বা কতখানি ছাপ ফেলতে পারেন, তা আগামিদিনই বলবে।