Fire: পারিবারিক অশান্তির জের! মেদিনীপুরে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন অগ্নিদগ্ধ মা

0
2

স্বামীর বিরুদ্ধে বাড়িতে আগুন লাগিয়ে হত্যার চেষ্টার অভিযোগ তুলেছেন অগ্নিদগ্ধ স্ত্রী।

পারিবারিক অশান্তির জেরে মেদিনীপুরে শিশু মৃত্যুর অভিযোগ উঠল। বুধবার, রাতে মেদিনীপুরের (Medinipur) ছেড়ুয়া ব্লকের একটি গাড়িতে আগুন লাগে। স্থানীয়রা বাড়ি থেকে অগ্নিদগ্ধ একটি শিশু ও মহিলাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শিশুটির মৃত্যু ঘটে। শিশুটির মায়ের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সূত্রের খবর, যে বাড়িতে আগুন লেগেছে তার মালিকের নাম শেখ কাশিরুদ্দিন (Shekh Kashiruddin)। মৃত্যু হয়েছে তাঁর শিশুপুত্র আবদুল মণ্ডলের। অগ্নিদগ্ধ স্ত্রী রুকসানা বিবি (Rukhsana Bibi)। কীভাবে আগুন লাগলো সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। ছেড়ুয়াতে প্রায় প্রত্যেক বাড়িতে বাজির ব্যবসা করা হয়। সেই বাজির জন্য মজুত বারুদে কোনোভাবে আগুন লেগে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুমান। তবে রুকসানার পরিবারের তরফে অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে এমন ঘটানো হয়েছে। বিয়ের পর থেকেই রুকসানার সঙ্গে কাশিরুদ্দিনের সদ্ভাব ছিল না। কদিন আগে থেকেই তাঁদের মধ্যে অশান্তি হয়। কাশিরুদ্দিন স্ত্রীকে মারধর করেন বলেও অভিযোগ। তার জেরেই তিনি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশের কাছে এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। কারণ, খতিয়ে দেখছে পুলিশ।