রাজ্য ভাগের দাবি বিধানসভায় সরব হওয়া বিজেপিকে ধুয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya)। বুধবার সাংবাদিক বৈঠক করে রাজ্য ভাগের পক্ষে সওয়াল করেছিলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (BJP MLA Bishnu Prasad Sharma)। বৃহস্পতিবার বিধানসভার অন্দরে সাপ্লিমেন্টারি বাজেট নিয়ে আলোচনার সময় উত্তরবঙ্গে আলাদা রাজ্য গঠনের করে নিজের দাবির পক্ষে আবার সওয়াল করেন কার্শিয়াংয়ের বিধায়ক। এর পাল্টা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য ভাগের চক্রান্ত কখনোই সফল হতে দেওয়া হবে না।
এদিন সাপ্লিমেন্টারি বাজেট (Suplementary Budget) আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ বলেন, “কাল যা বলেছি, তা আপনাদের খারাপ লেগেছে। কিন্তু বিভাজন আমরা চাইছি না, আপনার চাইছেন। রবীন্দ্র জয়ন্তী পাহাড়ে পালন হয়। কিন্তু ভানু ভক্ত জয়ন্তীতে রাজ্যে ছুটি ঘোষণা হয় না। শুধু পাহাড়ের জন্য ছুটি হয় কেন?” বিষ্ণুপ্রসাদের (Bishnu Prasad Sharma) এই ‘বঙ্গভঙ্গ’ দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বিষ্ণুপ্রসাদের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, “আপনি পাহাড় নিয়ে যা বলেছেন তা ভালো লাগেনি। খারাপ লেগেছে। পাহাড় কোনওদিন আলাদা হবে না।” কটাক্ষ করে বলেন, “পাহাড়ের কথা ওরা এত বলেন, আমাদের মুখ্যমন্ত্রী এতবার পাহাড়ে গিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী কতবার গিয়েছেন?”আরও এক তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্লোল খাঁও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হন।
আরও পড়ুন-বিস্ফোরক তথ্য: পেগাসাস কেনার প্রস্তাব প্রত্যাখান করে রাজ্য: ফের জানালেন মুখ্যমন্ত্রী
এরপরই বিধানসভা (Assembly) থেকে বেরিয়ে যান বিষ্ণুপ্রসাদ শর্মা সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক। যদিও সরকারিভাবে ওয়াকআউট করেনি বিজেপি। বিষ্ণুপ্রসাদ শর্মা সহ অন্য বিজেপি বিধায়কদের এইভাবে কক্ষ ছেড়ে যাওয়ার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। তিনি বলেন, “বিরোধী দলের যাঁরা বেরিয়ে গেলেন, এটা অশালীন, অসহনশীল। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। আশা করি, আগামিদিনে তাঁরা এটা করবেন না।”