১) আইএসএলের ফাইনালে উঠতে পারল না এটিকে মোহনবাগান। বুধবার সেমিফাইনালের দ্বিতীয় পর্বে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েও দু’পর্ব মিলিয়ে ২-৩ গোলের ব্যবধানে হেরে ছিটকে গেল তারা। বুধবার ম্যাচে একমাত্র গোল করেন রয় কৃষ্ণা।

২) আইএফএ আয়োজিত কন্যাশ্রী কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ। ম্যাচ হবে দুপুর সাড়ে চারটে। তার আগে সুষ্ঠু ভাবে ম্যাচ আয়োজন করতে বুধবার পরিদর্শন করা হল কিশোর ভারতী স্টেডিয়াম। পরিদর্শনে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়-সহ অনেকে।
৩) এশিয়ার ফুটবলের উন্নয়নে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে ইস্টবেঙ্গল ক্লাব। শেখ রাসেল ক্রীড়াচক্রের চেয়ারম্যান সায়েম সোবহান তানভীরের আমন্ত্রণে বর্তমানে বাংলাদেশ সফরে গিয়েছেন লাল-হলুদ কর্তারা।

৪) রাশিয়ার বদলে ভারতে বসতে চলেছে ২০২২ সালের বিশ্ব দাবা অলিম্পিয়াডের আসর। ভারতীয় দাবা সংস্থা জানিয়েছে, চেন্নাইয়ে হবে এই দাবা প্রতিযোগিতা।

৫) সন্দীপ নাঙ্গালকে কে এবং কারা খুন করল তা এখনও অজানা তদন্তকারীদের। সোমবারের এই ঘটনার পর আতঙ্কে ভুগছেন বহু কবাডি খেলোয়াড়। তাঁরা জালন্ধরের ওই প্রতিযোগিতায় আর খেলতে চাইছেন না। তাঁদের দাবি, অপরাধীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত খেলবেন না তাঁরা।
আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ










































































































































