India: ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে চাপে মিতালিরা

0
1

বল হাতে ফের নজির গড়লেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। কিন্তু ইংল্যান্ডের (England) কাছে ৪ উইকেটে হেরে চাপে পড়ে গেল ভারত। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে ৩৬.২ ওভারে মাত্র ১৩৪ রানেই গুটিয়ে গেল ভারত (India)। জবাবে ব্যাট করতে নেমে, ৩১.২ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ জিতে নেন ইংল্যান্ডের মেয়েরা।

তবে দল হারলেও, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ঝুলন (Jhulan Goswami)। এদিন ইংল্যান্ডের ওপেনার ট্যামি বিউমন্টকে আউট করার সঙ্গে সঙ্গে এই নজির গড়লেন তিনি। কিন্তু ঝুলনের কীর্তির দিনে হতাশ করলেন ভারতীয় (India) ব্যাটাররা। আগের ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকানো স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কউরের অবদান যথাক্রমে ৩৫ ও ১৪। রিচা ঘোষ করেন ৩৩ রান। ফের ব্যর্থ মিতালি রাজ (১), দীপ্তি শর্মা (০), যস্তিকা ভাটিয়ারা (৮)। ইংল্যান্ডের (England) স্পিনার চার্লি ডেন মাত্র ২৩ রানে ৪ উইকেট দখল করেন।

রান তাড়া করতে নেমে, মাত্র চার রানেই দুই ওপেনারকে হারিয়েছিল ইংল্যান্ড। যদিও হিদার নাইট (নট আউট ৫৩) এবং ন্যাট সিভারের (৪৫) সৌজন্যে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। তিন উইকেট দখল করেন ভারতের পেসার মেঘনা সিং।

আরও পড়ুন:Mamata: ইডি-সিবিআই-বিজেপি ভাই ভাই: বিধানসভায় বিরোধীদের তুলোধনা মুখ্যমন্ত্রীর

এই হারের ফলে চাপ বাড়ল মিতালিদের। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তৃতীয় স্থানে ভারত। শেষ তিনটে ম্যাচে ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেমিফাইনালে ওঠার জন্য এই তিনটে ম্যাচের অন্তত দু’টিতে জিততেই হবে মিতালিদের।