Agitation-Hajra : হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

0
2

হাজরা মোড়ে  বুধবার সকালে টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । পুলিশ বাধা দিতে গেলে ধুন্ধুমার বেধে যায়। কিছু সময়ের জন্য  এলাকায় গোলমাল তৈরি হয়। বিক্ষোভকারীরা বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন।  ফলে অফিস টাইমের ব্যস্ত সময়ে  হাজরা মোড় চত্বরে তীব্র যানজট তৈরি হয়। পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীদের দাবি  ছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেওয়া হবে।  সেই পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোতে থাকেন।  তখনই পুলিশ তাদের আটকে দেয়। জানা গিয়েছে  উপস্থিত পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের অনেক বোঝানোর চেষ্টা করেন। তাদের ফিরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা মানতে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের কয়েকজনকে জোর করে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ।