Singur: রেল স্টেশন সংলগ্ন এলাকায় পারাপারের জন্য সাব-ওয়ে তৈরির উদ্যোগ

0
2

এলাকা পরিদর্শন করেন বেচারাম মান্না।

সিঙ্গুর (Singur) রেল স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রী পারাপারের সুবিধার জন্য একটি সাবওয়ের পরিকল্পনা দীর্ঘদিনের। কারণ, সিঙ্গুরের মতো একটি জনবহুল এলাকার মানুষের দাবি ভূগর্ভস্থ পথের। সেই মতো এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না (Becharam Manna)। নির্মাণ কাজের মুখ্য বাস্তুকারকে সঙ্গে নিয়ে পুরো বিষয়টি আলোচনা করেন তিনি। বেচারাম বলেন, দিন দিন এই এলাকা অত্যন্ত জনবহুল হচ্ছে। চলাচলের সুবিধার জন্য এখানকার বাসিন্দাদের ভূগর্ভস্থ পথের দাবি বহুদিনের। সেটা যাতে খুব শীঘ্রই হতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।