আইসিসি টেস্ট ক্রমতালিকায় বিরাট পতন কোহলির, উঠে এলেন বুমরা

0
3

বেঙ্গালুরু টেস্টের দু’ইনিংসে ব্যর্থতার জের। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকার পাঁচ থেকে নবম স্থানে নেমে গেলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর এই প্রথমবার বিরাটের টেস্ট ব্যাটিং গড় নেমে এসেছে পঞ্চাশের নীচে। বুধবার প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের ক্রমতালিকাতেও এর প্রভাব পড়ল। তবে প্রথম দশে থাকা অপর দুই ভারতীয় রোহিত শর্মা (ষষ্ঠ) এবং ঋষভ পন্থ (দশম) নিজেদের জায়গা ধরে রেখেছেন।

এদিকে, বেঙ্গালুরু টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন জসপ্রীত বুমরা। তিনি সদ্যপ্রকাশিত টেস্ট বোলারদের ক্রমতালিকায় ছ’ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এলেন। এদিকে, বোলারদের ক্রমতালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকার এক থেকে দুইয়ে নেমে গিয়েছেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন- বাবার অস্ত্রোপচার শেষ হতেই গাড়ি চালিয়ে কর্মিসভায় বাবুল, উষ্ণ অভ্যর্থনা সমর্থকদের