কাউন্সিলর খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

0
2

দুই  কাউন্সিলর খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governer Jagdeep Dhankhar)।  সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেছেন, ‘এরকম হওয়া উচিত নয়।  এরকম পরিবেশ কখনও আশা করা যায় না। পরিস্থিতি দ্রুত ঠিক হয়ে যাক, সেটাই চাইছি।’ রাজ্যপালের উদ্বেগকে বিশেষ আমল দিতে চাননি তৃণমূল নেতা সৌগত রায়। তিনি জানিয়েছেন, দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতারও করেছে।

গত রবিবার পানিহাটি এবং পুরুলিয়ার ঝালদায় দুই কাউন্সিলর খুন হয়েছেন।  পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করা হয়।  ওই একই দিনে  সন্ধ্যায় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্ত। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ কয়েকজনকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেফতারও করা হয়েছে।