অপেক্ষার অবসান। আজ থেকে দেশজুড়ে শুরু হল ১২-১৪ বছর বয়সিদের টিকাকরণ। কেন্দ্রের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, ১২ থেকে ১৪ বছর বয়সিদের কেবল কোর্বেভ্যাক্সের টিকাই দেওয়া হবে। ২০১০-এর ১৫ মার্চের আগে যারা জন্মেছে, তারা করোনা টিকা নিতে পারবে। এই পর্যায়ে ভ্যাকসিন পাবে প্রায় ৮৫ কোটি কিশোর-কিশোরী।যদিও পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে না ১২ ঊর্ধ্বদের টিকাকরণ। তবে তার প্রস্তুতি তুঙ্গে রয়েছে। আগামী ২-৩দিনের মধ্যেই শুরু হবে ভ্যাকসিনেশন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিকর্তা।
আরও পড়ুন: Cyclone:শিয়রে দুর্যোগ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং
১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বলা হয়েছে ওই টিকাকরণ হবে কেবলমাত্র কর্বেভ্যাক্স প্রতিষেধকের মাধ্যমে। বায়োলজিক্যালই সংস্থার এই প্রতিষেধকটির দু’টি ডোজ দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পরে দ্বিতীয়টি দেওয়া হবে। পাশাপাশি সমস্ত ষাটোর্ধ্ব ব্যক্তিদেরই ‘প্রিকশন’ ডোজ নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম দু’ডোজ টিকা যে সংস্থার নেওয়া হয়েছে, প্রিকশন বা বুস্টার ডোজও সেই সংস্থারই নিতে হবে।
কেন্দ্রের নির্দেশিকা অনুসারে সকল শিশুর টিকাকরণের জন্য কোউইনে নাম নথিভুক্ত করতে হবে। আজ থেকেই কোউইনে আবেদন জানানো যাবে। সেখানে নির্দিষ্ট স্লট বুক করতে পারবেন আবেদনকারী।টিকা যাঁরা দেবেন, তাঁদের নজর রাখতে হবে, আবেদনকারীর বয়স ১২ পেরিয়েছে কি না। যদি কোনও ক্ষেত্রে দেখা যায়, কোউইনে স্লট বুক করা আবেদনকারীর ১২ বছর হয়নি, সে ক্ষেত্রে টিকা দেওয়া যাবে না। নাম নথিভুক্তির সময়ে ওই পরিবারের কোনও সদস্য যাঁর নাম ইতিমধ্যেই কোউইনে নথিভুক্ত রয়েছে, তাঁর অ্যাকাউন্ট থেকেই আবেদন করা যাবে। অথবা কোউইনে নতুন অ্যাকাউন্ট খুলেও নাম নথিভুক্ত ও আবেদন করা যাবে। এ ছাড়া ‘অনসাইট’ রেজিস্ট্রেশন বা টিকাকরণ কেন্দ্রে গিয়েও আবেদন করা যাবে। টিকাকরণ কেন্দ্রে ১২-১৪ বয়সিদের জন্য পৃথক স্থানের বন্দোবস্ত করতে হবে। এবং সংশ্লিষ্ট কেন্দ্রে তার উল্লেখ রাখতে হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.