Cyclone:শিয়রে দুর্যোগ! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

0
1

যশ, জাওয়াদের পর সিত্রাং। রাজ্যে আছড়ে পড়তে চলেছে আরও এক ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং। থাইল্যান্ড এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বাংলা এবং ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকায় সিত্রাং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

আবহাওয়া দফতরের পূর্বাভাস জানাচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে এ রাজ্যে। জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার বান্দা উপকূলে এই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা ক্রমশই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূল অভিমুখে তা একটি সাইক্লোনের আকার ধারণ করে ফেলেছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়তে চলেছে।

তবে ঠিক কোন সময় এই ঘূর্ণিঝড় বঙ্গে আছড়ে পড়বে তা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি মৌসম ভবন। যদিও সাইক্লোনটি বঙ্গোপাসাগরে প্রবেশের পর শক্তিবৃদ্ধি করবে বলে খবর।

প্রসঙ্গত, শীতের প্রকোপ কমতেই শুরু হয়েছে গরমের দাপট। ভোর ও সন্ধের দিকে তাপমাত্রার তীব্রতা ততটা না বোঝা গেলেও বেলার দিকে তাপমাত্রা দাপট ভালোই অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে আগামী ২-৩ দিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়বে।এরই মাঝে বৃষ্টি খানিকটা স্বস্তি দিতে পারে রাজ্যবাসীকে। তবে ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা শুরু হলে ফের নাকাল হতে হবে বঙ্গবাসীকে।