তৃণমূলের পর এবার বামফ্রন্টের তরফের রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করা হলো। আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী পার্থ মুখোপাধ্যায় এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী সায়েরা শাহ হালিম, যিনি ডা. ফুয়াদ হালিমের স্ত্রী। আজ, বুধবার রাজ্য বামফ্রন্টের তরফে বুধবার বিমান বসু এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ওই আসনের উপনির্বাচনে এবার শাসক তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। গতবছর সেপ্টেম্বরে আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন বাবুল সুপ্রিয়। সেই আসনের উপনির্বাচনে এবার তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আগামী ১২ এপ্রিল রাজ্যের এই দুই কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
আরও পড়ুন:ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়া শেষ করার সুযোগ দিন: প্রধানমন্ত্রীকে চিঠি উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর
তৃণমূল এবং বামেরা দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়লেও এখনও পর্যন্ত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। কংগ্রেসও এই দুই কেন্দ্রে প্রার্থী দিতে পারে বলে জানা যাচ্ছে।