?সেনসেক্স ৫৬,৮১৬.৬৫ (⬆️ ১.৪৬%)
?নিফটি ১৬,৯৭৫.৩৫ (⬆️ ১.৮৭%)
যুদ্ধের ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে বুধবার অনেকটাই ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন ১০৩৯ পয়েন্ট বাড়ল বাজার। পাশাপাশি নিফটি বেড়েছে ৩১২ পয়েন্ট।
অতীতের ধাক্কা সামলে বুধবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ১০৩৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১০৩৯.৮০ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬,৮১৬.৬৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৩১২.৩৫ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৯৭৫.৩৫।