বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে তাদের ছাড়া হবে না, পানিহাটি-ঝালদা নিয়ে মন্তব্য কুণালের

0
1

পানিহাটি ও ঝালদায় জোড়া কাউন্সিলর খুনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘোলা জলে মাছ ধরতে নেমে বিরোধিরা এই ঘটনার জন্য শাসক তৃণমূলকে নিশানা করছে। তারই পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। পুলিশকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত শুরু হয়েছে। কারা সুপারি কিলারদের কাজে লাগাচ্ছে সেটা দেখতে হবে। এই ঘটনার মাথায় কারা খুঁজে বের করা হবে। কেউ কোনও অবস্থায় কোনও ছাড় পাবে না।
আগে খুন হলেও ব্যবস্থা নেওয়া হত না। এখন তদন্ত অনেক দ্রুত হয়। পানিহাটি ও ঝালদার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে।”

অন্যদিকে, এই ঘটনার পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে বলেও মনে করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “শান্ত বাংলাকে, উন্নয়নের বাংলাকে পাল্লা দিতে না পেরে বিজেপি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ওরা প্রতিযোগিতায় পারছে না। ওরা ঘটিয়েছে কিনা সেটা দেখতে হবে। যেহেতু ঘটনাটি তদন্ত সাপেক্ষে, তাই বিস্তারিতভাবে এখনই কোনও বক্তব্য নেই।”

আরও পড়ুন:১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এমএসপি গ্যারান্টি সপ্তাহ পালন করবেন দেশের কৃষকরা

অন্যদিকে, এই ঘটনার জন্য কুনাল ঘোষ একযোগে বিজেপি কংগ্রেস এবং বামেদের তীব্র কটাক্ষ করেছেন। বাম জমানায় মরিচঝাঁপি থেকে সাঁইবাড়ি কিংবা বিজনসেতু হোক বা ৫৫ হাজার বিরোধী কর্মী খুন, অথবা একদা অধীরের খাসতালুক মুর্শিদাবাদে একের পর এক খুনের ঘটনা কিংবা শুভেন্দুর নারদ কাণ্ডের তীব্র সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।