Nadia Accident :মর্মান্তিক! তৃতীয় শ্রেণির ছাত্রকে পিষে দিল লরি

0
1

স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে পিষে দিল আটা বোঝাই একটি লরি। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়ার গাংনাপুর থানা এলাকার আঁইসমালী বেলেআটিপাড়া অঞ্চলে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোমিন মণ্ডলের (৯)। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। ঘাতক লরিটিতে আগুন ধরিয়ে দেন তারা। ঘটনাস্থলে পৌঁছে ঘাতক লরির চালককে গ্রেফতার করে গাংনাপুর থানার পুলিশ। পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন এসে লরিটির আগুন নেভায়। লরিটিকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন:Dengu: ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন,ঝুঁকিপূর্ণ পুর এলাকাগুলির তালিকা প্রকাশ


জানা গেছে, মৃত পড়ুয়ার বাড়ি নদীয়ার আঁইসমালী বেলেআটি এলাকায়। মাধ্যমিক পরীক্ষা চলার কারণে এখন স্কুলে সকালে ক্লাস হচ্ছে। তাই সাইকেল চালিয়ে স্কুল যাচ্ছিল তৃতীয় শ্রেণির ছাত্রটি। এমন সময় ওই লরিটি পেছন থেকে এসে প্রথমে পড়ুয়ার সাইকেলটিকে ধাক্কা মারে। এরপর লরির পেছনের চাকা ওই পড়ুয়াকে পিষে দেয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। স্থানীয়রা তাড়া করে লরিটিকে ধরে ফেলেন। আগুন ধরিয়ে দেওয়া হয় লরিটিতে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ আটক করেছে লরি চালককে।