রাজ্যের ১০৮ পুরসভার ভোটে ১০৪টিতেই জয়ী হয়েছে শাসক দল তৃণমূল। এবার ধীরে ধীরে পুরসভাগুলির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম চূড়ান্ত করছে শীর্ষ নেতৃত্ব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে সেই তালিকা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেও তৃণমূলের দখলে আসা সমস্ত পুরসভার পদাধিকারীদের নাম ঘোষণা হয়ে যাবে।
আরও পড়ুনঃPanihati Councilor Murder: পানিহাটির তৃণমূল কংগ্রেস কাউন্সিলর খুনে আটক আরও ৩
মমতা বন্দ্যোপাধ্যায় অধিকাংশ ক্ষেত্রেই গুরুত্ব দিচ্ছেন অভিজ্ঞতা, ভাবমূর্তি, কাজ করার দক্ষতা বিষয়গুলির উপর। সেই ইঙ্গিত গত সপ্তাহে নজরুল মঞ্চের সভাতে নিজেই দিয়েছিলেন তৃণমূল নেত্রী। পরিস্থিতি অনুযায়ী বেশকিছু ক্ষেত্রে সুযোগ পেতে পারেন নতুনরাও। গোটা বিষয়টি নিয়ে বেশ সাবধানী তৃণমূল নেতৃত্ব।
পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের, সিআইসি যাঁরা হবেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের যে চূড়ান্ত হচ্ছে, সেই বিষয়টি আরও একবার সকলের নজরে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। একটি টুইটে তিনি সংশ্লিষ্ট সকলের উদ্দেশে আবেদন করে বলেন, “রাজ্যের যে সমস্ত পুরসভায় তৃণমুল কংগ্রেসের যারা যে দায়িত্ব পেয়েছেন তা রাজ্য নেতৃত্ব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন, সবাই মিলে নিজ এলাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সম্পূর্ণভাবে জনসেবায় সমর্পিত করবেন।”
রাজ্যের যে সমস্ত পুরসভায় তৃণমুল কংগ্রেসের যারা যে দায়িত্ব পেয়েছেন তা রাজ্য নেতৃত্ব দলনেত্রী মমতা ব্যানার্জির অনুমোদনক্রমে সিদ্ধান্ত নিয়েছে। সংষ্লিস্ট সকলের কাছে আবেদন, সবাই মিলে নিজ এলাকায় নগরবাসীর প্রত্যাশা পূরণের জন্য নিজেদের সম্পূর্ণভাবে জনসেবায় সমর্পিত করবেন। নমস্কার🙏
— Sukhendu Sekhar Ray (@Sukhendusekhar) March 14, 2022