নিষেধের পরও মাধ্যমিক পরীক্ষায় বসায় স্ত্রীকে অ্যাসিড ছুড়ল স্বামী

0
1

স্ত্রী মাধ্যমিক পরীক্ষা(Madhyamik) দিক এটা একেবারেই পছন্দ ছিল না স্বামীর। তাই স্বামীর ইচ্ছার বিরুদ্ধে পরীক্ষায় বসায় নির্মম শাস্তি ভোগ করতে হল ছাত্রীকে(Student)। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই মাধ্যমিক পরীক্ষার্থী স্ত্রীকে অ্যাসিড ছুড়ল(Acid Attack) স্বামী। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মাধ্যমিক পড়ুয়া হীরা বানি খাতুন। ঘটনাটি ঘটেছে নলহাটি থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রী হীরা বানি আজ মাধ্যমিকের শেষ দিনে ভৌতবিজ্ঞান পরীক্ষায় বসতে নলহাটি গার্লস হাই স্কুলে পৌঁছেছিল। স্কুলের বাইরে সহপাঠীদের সঙ্গে ওই পড়ুয়া যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় ওই পড়ুয়ার স্বামী রাজেশ শেখ। বারণ করার পরও সে কেন পরীক্ষা দিতে এসেছে তাই নিয়ে বচসা শুরু হয় দুজনের মধ্যে। দুজনের কথা কাটাকাটিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে হীরা বানির দিকে ছুঁড়ে মারে রাজেশ। অ্যাসিডে মুখ ও হাত পুড়ে যায় হীরা বানির। সঙ্গে সঙ্গে তাকে পরীক্ষা কেন্দ্র থেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চিকিৎসা চলছে তার। অতর্কিতে এই অ্যাসিড হামলায় চাঞ্চল্য ছড়ায় সেখানে উপস্থিত অন্য পড়ুয়াদের মধ্যে। ইতিমধ্যেই অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করেছে পুলিশ।