ইউক্রেনের(Ukraine) মাটিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া(Russia)। দিনে দিনে পরিস্থিতি আরও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। যে কোনও মূল্যে কিয়েভ দখলে মরিয়া পুতিনের বাহিনী। এই পরিস্থিতিতে ইউরোপে(Europe) ন্যাটো(NATO) জোটের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ইউক্রেনে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে ‘নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’ (ন্যাটো)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে এই বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতেই আগামী সপ্তাহে ইউরোপ সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা যাচ্ছে, ২৩ মার্চ এই বৈঠকে রাশিয়াকে আটকাতে সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, ইউক্রেনের প্রতিবেশী তথা ন্যাটো জোটের অন্যতম সদস্য পোল্যান্ডেও যেতে পারেন প্রেসিডেন্ট বাইডেন।
আরও পড়ুন:দলনেত্রীর অনুমোদনেই পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্ণয়, টুইট সুখেন্দু শেখরের
এদিকে রাশিয়ার লাগাতার হামলায় বিপর্যস্ত ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ন্যাটো গোষ্ঠীর কাছে আবারও ‘নো ফ্লাই জোনে’র আরজি জানিয়েছেন। যদিও সেই আবেদন খারিজ করে ন্যাটো। যুক্তি দেওয়া হয় ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাবে। এই পরিস্থিতির মাঝেই এবার ন্যাটোর বৈঠকে যোগ দিতে ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।